Logo
Logo
×

আওয়ামী লীগ

শেষ পর্যন্ত আজরাইলের সঙ্গে কথা কন সরকার পতনের জন্য: ফখরুলকে কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পিএম

শেষ পর্যন্ত আজরাইলের সঙ্গে কথা কন সরকার পতনের জন্য: ফখরুলকে কাদের

সরকার পতনের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ পর্যন্ত আজরাইলের সঙ্গে কথা বলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে শনিবার রাজধানীর কাওলায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। গত শনিবার এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়।

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নাকি শেখ হাসিনাকে আর সময় দেবেন না। বলি সময় দেওয়ার তুমি কে? সময় দেওয়ার মালিক আল্লাহ তায়ালা ও এই দেশের জনগণ। আর কেউ নন।

তিনি বলেন, ইদানিং আবার পিটার হাসের (মার্কিন রাষ্ট্রদূত) সঙ্গে কথাবার্তা বলে বাইরে এসে আজরাইলের সঙ্গে কথা কয়। আজরাইল নাকি আমাদের মাথার চারপাশে ঘুরতেছে। শেখ হাসিনার মাথার চারপাশে আজরাইল। হেতু কী, সময় নাই! ফখরুল সাহেবকে বলি, শেষ পর্যন্ত আজরাইলে আপনাকে আছড় করেছে। আজরাইলের সঙ্গে কথা কন সরকার পতনের জন্য। পদযাত্রায় কাজ হয়নি, বিক্ষোভে কাজ হয়নি। গোলাপবাগের গরুর হাটেও কাজ হয়নি, পল্টনের পদযাত্রায়ও কাজ হয়নি। এখন আজরাইলের সঙ্গে কথা বলছেন। আর কাকে দেখাবেন?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণের দাবিতে দলটির অনশন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খবর জানেন? মির্জা ফখরুল মিডিয়াকে বলেছেন অনশন। কিন্তু নিজে সকালবেলা নাশতা করে আসছেন।

ওবায়দুল কাদের বলেন, (মির্জা ফখরুল) সকালে সোনারগাঁও থেকে খাবার এনে নাশতা করেছেন। এখন করছেন অনশন। বাসায় গিয়ে আবার কখন রাজখাবার খাবেন, সেই অপেক্ষায় আছেন।

মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, নিষেধাজ্ঞা আর আসে না। এখন কর্মীদের কী বলবেন? এতদিন বলছেন, আমেরিকা আসতেছে। কই নিষেধাজ্ঞা? এখন তাদের (বিএনপি) আর কোনো উপায় নেই। উপায় একটা, আমেরিকা যদি নিষেধাজ্ঞা নিয়ে আসে কখনও। দুই সেলফিতে কাজ হয়ে গেছে। তাদের এখন ঘুম হারাম। নয়াদিল্লির সেলফি, নিউইয়র্কের সেলফি; দুই সেলফিতে ওদের ঘুম হারাম হয়ে গেছে।

ক্ষমতার জন্য শেখ হাসিনা ঘোরাঘুরি করছেন- মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বিদেশে কারও কাছে ক্ষমতার জন্য ঘোরাঘুরি করতে যান না। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য, আর দেশের অর্থনীতিকে বাঁচাতে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস সফরে যাবেন।  প্রধানমন্ত্রীকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান দাওয়াত দিয়েছেন বলে জানান সেতুমন্ত্রী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম