Logo
Logo
×

আওয়ামী লীগ

হিট অফিসার বুশরাকে নিয়ে বক্তব্য, ফখরুলকে ক্ষমা চাওয়ার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম

হিট অফিসার বুশরাকে নিয়ে বক্তব্য, ফখরুলকে ক্ষমা চাওয়ার দাবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার ও মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে নিয়ে ‘নারী বিদ্বেষী, শালীনতা বহির্ভূত’ বক্তব্যের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। 

এ সময় ফখরুলকে সংবাদ সম্মেলন ডেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। 

এতে ঢাবির নারী হল, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, হোম ইকনোমিকসসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ফখরুল ডিএনসিসির চিফ হিট অফিসার বুশরা আফরিনের নিয়োগ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ডেঙ্গু সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সিটি করপোরেশন কী করে? কলকাতা তো ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে।...তারপর শুনলাম বিদেশ থেকে ছেলে-মেয়েদের নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়, হিট অফিসার। এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা এখন ডেঙ্গু-চিকুনগুনিয়া-করোনাভাইরাস এসবে আক্রান্ত হয়ে কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে যে হিটেড-বুটেড হয়ে যাচ্ছি, এখান থেকে আমাদের বের হতে হবে।’

বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহ করে ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী বলেন, ‘মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন এটা শুধু কুরুচিপূর্ণই নয়, তার চিন্তাভাবনা যে কত নিচু মনের, তাদের রাজনৈতিক দলের যে দৈন্যদশা, তারা নারীদের কতটা ছোট করে দেখে তার প্রতিফলন ওই বক্তব্যে তিনি দেখিয়েছেন। আমরা তাকে বলে দিতে চাই, তিনি যেন সব নারী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম