Logo
Logo
×

আওয়ামী লীগ

‘বিদেশি প্রেসক্রিপশনে নির্বাচন হবে না’

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ১০:০৪ পিএম

‘বিদেশি প্রেসক্রিপশনে নির্বাচন হবে না’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবে না। কারণ এই দেশ আমাদের দেশ। বিদেশিরা আমাদের ভিক্ষুকের জাতি খেতাব ছাড়া আর কিছুই দেয়নি। আমরা ভিক্ষুকের জাতি হতে চাই না। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। যত চাপই আসুক, আমাদের নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। 

কুমিল্লার লাকসামে পৌর ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার আহমেদ অনিকের কুরআনখানি ও মিলাদ মাহফিলে শনিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লাকসামে অনিককে কুপিয়ে হত্যা করেছে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা। এ ঘটনা ভিন্ন খাতে নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মিথ্যাচারে নেমেছেন। তিনি হত্যা ঘটনায় দুঃখপ্রকাশ না করে উলটো বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনূস ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম