Logo
Logo
×

আওয়ামী লীগ

‘সেদিন খালেদা জিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৯ পিএম

‘সেদিন খালেদা জিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধি সন্দেহজনক ছিল।

শনিবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়া সচরাচর সকালে ঘুম থেকে ওঠেন না। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে ওঠে গাড়িতে করে দুই দিনের জন্য কোথায় যেন চলে যান। লন্ডন থেকে তারেক রহমান তাকে একাধিকবার ফোন দেন, কথা বলেন।

যারা আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে না, দেখতেও চায় না- তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, নতুন সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় এ ধরনের ঘটনা, সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে ঘটনা ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, পিলখানা ট্র্যাজেডি মামলার চূড়ান্ত রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। আশা করি, এ বছরের মধ্যেই চূড়ান্ত রায় কার্যকর হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম