Logo
Logo
×

খেলা

সাকিববিহীন বাংলাদেশ মাঠে নামছে দুপুরে

Icon

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০১:১৩ পিএম

সাকিববিহীন বাংলাদেশ মাঠে নামছে দুপুরে

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পচেফস্ট্রুমে সেনিউজ পার্কে বাংলাদেশ দুপুর ২টায় টায় শুরু হবে ম্যাচটি।

 

টেস্টে এরআগে মোট চার বার অ্যাওয়ে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চার টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা।

সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল টাইগাররা। ওই দলে ছিলেন তামিম, মুশফিক ও ইমরুল। মানে দক্ষিণ আফ্রিকার মাটিতে বেশিরভাগ বাংলাদেশি খেলোয়াড়েরই আজ অভিষেক হতে চলেছে।

২০০৮ সালে খুব বাজেভাবে হেরেছিল টাইগাররা। তবে সেবারের তুলনায় এখন অনেক শক্তিশালী দল বাংলাদেশ। তারপরেও স্বাগতিকরা বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে।বলতে গেলে কঠিন পরীক্ষায় বাংলাদেশি ব্যাটসম্যানরা। পচেফস্ট্রুমের পিচ দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ফাস্ট বোলারদের জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ নির্ভর করবে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা অধিনায়ক মুশফিকুর রহিম এবং তামিম ইকবারের ওপর।

অনুশীলন ম্যাচে উরুর সমস্যার কারণে খুব বেশি খেলতে পারেননি তামিম। তবে ইনজুরি থেকে পুরোপুরি ফিট তিনি। প্রথম ম্যাচে খেলার ছাড়পত্রও পেয়েছেন তিনি।বাংলাদেশ দলের বোলিং আক্রমণের মূল ভরসাও সাকিব। সুতরাং, তাকে ছাড়া টাইগার দলের স্পিন আক্রমণটা কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

তার অবর্তমানে দলে রয়েছেন একমাত্র স্লো বোলার তাইজুল ইসলাম। এ পর্যন্ত টেস্ট ক্রিকেটে তার শিকার ৫৪ উইকেট। অপর দুই তরুণ বাঁ-হাতি ফাস্ট বোলার ২২ বছর বয়সী মুস্তাফিজুর রহমান ও অফ স্পিনার ১৯ বছর বয়সী মেহেদি হাসান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম  (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ. মোমিনুল হক, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন. শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়।

দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), ডিন এলগার, আইডেম মার্করাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, তিউইনস ডি ব্রুইয়ান, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ডুয়ানে অলিভার, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকুয়াও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম