
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পিএম
একতরফা যুদ্ধবিরতির ঘোষণা মিয়ানমারের বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১০:২২ পিএম

আরও পড়ুন
গৃহযুদ্ধে থাকা মিয়ানমার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে দেশটিতে চলছে উদ্ধার কার্যক্রম। এমতাবস্থায় একতরফা যুদ্ধবিরতির ঘোষণা বিদ্রোহীরা। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে তারা। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানায়, মিয়ানমারের একটি প্রধান বিদ্রোহী জোট ক্ষমতাসীন সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তবে এ যুদ্ধবিরতিটি একতরফা। গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
মিয়ানমারের জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এই জোটে রয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি. তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আমি। জোটটি জানিয়েছে, উদ্ধার কার্যক্রমের জন্য আমরা এক মাসের যুদ্ধবিরতিতে যাচ্ছি। এ সময়ে কোনো হামলা চালানো হবে না। শুধুমাত্র নিজেদের প্রতিরক্ষায় কাজ করা হবে।
এক যৌথ বিবৃতিতে তিনটি বিদ্রোহী গোষ্ঠী বলছে, আমরা দৃঢ়ভাবে চাই, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানো হোক যা তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজন।