
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:১৮ এএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম

আরও পড়ুন
মিয়ানমারে ধ্বংসযজ্ঞ চালানো ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৩,৪০০ জনের বেশি এবং এখনো নিখোঁজ দুই শতাধিক।
সময় যত যাচ্ছে ভূমিকম্পে নিখোঁজ ও আটকেপড়াদের মধ্যে প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা তত তৈরি হচ্ছে।
এর মধ্যে সোমবার (৩১ মার্চ) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করেছে। প্রায় ৬০ ঘণ্টা পর ওই নারীকে উদ্ধার করা হয়েছে। ফলে তিন দিন পর আশার আলো দেখা দিয়েছে।
চীনা, রাশিয়ান এবং স্থানীয় দল ৫ ঘণ্টার অভিযানের পর মান্দালয় শহরের ধসে পড়া গ্রেট ওয়াল হোটেলের নিচে আটকে থাকা ওই নারীকে উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মিয়ানমার ও থাইল্যান্ডের অনুসন্ধানকারীরা আরও জীবিতদের খুঁজে বের করার জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন।
এছাড়া চীনা উদ্ধারকারী দল একজনকে থার্মাল কম্বলে মুড়ে বের করে নিয়ে আসতে সক্ষম হয়।
ড্রোন ফুটেজে দেখা গেছে, একটি বিশাল ভবন স্তরে স্তরে ভেঙে পড়েছে।
মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে অনেক দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো অভিযোগ করে বলছে, সামরিক বাহিনী ভূমিকম্পের পরও বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধের কারণে ত্রাণ বিতরণে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
দেশটির রাস্তাঘাট, সেতু, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩.৫ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।