মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

কয়েক দিন আগে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি বৈঠকে নিজের প্রশাসনের কর্মকর্তাদের তীব্র সমালোচনার পর এবার নিজের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ করতে বলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
গত মঙ্গলবার এক বৈঠকে পেত্রো তার মন্ত্রিসভার ওপর রীতিমতো ক্ষোভ ঝাড়েন। পাঁচ ঘণ্টার ওই বৈঠক রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে পেত্রো বলেন, কলম্বিয়ার বর্তমান সরকার ঠিকমতো কাজ করতে পারছে না।
পেত্রো আরও বলেন, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যমন্ত্রীসহ অনেক কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সময়মতো শেষ করতে ব্যর্থ হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোববার এক পোস্টে পেত্রো লেখেন, আমি প্রশাসনিক অধিদপ্তরের মন্ত্রী ও পরিচালকদের পদত্যাগ করার অনুরোধ জানাই। জনগণের নির্দেশিত কর্মসূচির সঙ্গে আরও বেশি মানানসই হতে মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আনা হবে।
মঙ্গলবারের ওই বৈঠকের পর রোববার রাত পর্যন্ত তিন মন্ত্রী ও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
পদত্যাগের অনুরোধ জানিয়ে পেত্রোর পোস্টের পরপরই শ্রমমন্ত্রী গ্লোরিয়া রামিরেজ এক্সে এক পোস্টে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রামিরেজ লেখেন, রাজনীতিকে গোষ্ঠীতন্ত্র ও অস্পষ্টতা ছাড়াই এগিয়ে যেতে দিতে হবে।
এর আগে কলম্বিয়ার পরিবেশমন্ত্রী মারিয়া সুসানা মুহামেদ গঞ্জালেজ পদত্যাগ করেন।
মঙ্গলবারের বৈঠকে পেত্রোর ঘনিষ্ঠ সহযোগী আরমান্দো বেনেদেত্তি উপস্থিত ছিলেন, যা নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন বেশ কয়েকজন মন্ত্রী। বেনেদেত্তির বিরুদ্ধে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় অবৈধ অর্থের লেনদেন নিয়ে তদন্ত চলছে। এ ছাড়া তার বিরুদ্ধে তার সাবেক স্ত্রী নির্যাতনের অভিযোগ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লরা সারাবিয়াকে নিয়োগ দেওয়া নিয়েও মন্ত্রিসভার অনেক সদস্য আপত্তি তুলেছিলেন। নানা কেলেঙ্কারিতে পেত্রোর সাবেক চিফ অব স্টাফ সারাবিয়ার নাম জড়িয়েছে। কলম্বিয়ার বর্তমান সরকারে রকেটগতিতে তার উত্থান হয়েছে।