Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের সাংহাইয়ে ছুরি হামলায় নিহত ৩, আহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম

চীনের সাংহাইয়ে ছুরি হামলায় নিহত ৩, আহত ১৫

ছবি : সংগৃহীত

চীনের সাংহাই শহরের একটি সুপারমার্কেটে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। 

মঙ্গলবার দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।  

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী লিনকে (৩৭) সুপারমার্কেট থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত আর্থিক বিরোধের কারণে হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে।

দেশটির পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আহতাবস্থায় ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যায়। আহত অপর ১৫ জনের অবস্থা শঙ্কামুক্ত।

চীন ছুরি সহিংতার অপরাধ অস্বাভাবিক কিছু নয়। সেখানে আগ্নেয়াস্ত্র কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে স্কুলে এ ধরনের হামলা ঘটছে। গত সেপ্টেম্বরে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এক জাপানি স্কুল ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় টোকিওতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।             

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম