Logo
Logo
×

এশিয়া

চীনে ৭০ বছর পর শক্তিশালী টাইফুনের আঘাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ এএম

চীনে ৭০ বছর পর শক্তিশালী টাইফুনের আঘাত

চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে টাইফুন ‘বেবিনকা’ আঘাত হেনেছে।

দীর্ঘ ৭০ বছর পর কোনো শক্তিশালী টাইফুন আঘাত হানলো।

ঝড়টি সোমবার সকালে ব্যাপক শক্তি নিয়ে সরাসরি আঘাত হানে। খবর রয়টার্সের। 

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঝড়টি ১৫১ কিলোমিটার গড়িতে আঘাত হেনেছে। ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া’ আঘাত হানে। এরপর এবার আঘাত হানল বেবিনকা। 

সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই বিরল বিষয়। প্রধানত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে শক্তিশালীর দিক দিকে ক্যাটাগরি ৪ এর সুপার টাইফুর ইয়াগি আঘাত হানে।

বেবিনকার আঘাতে রোববার রাত থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচলা বাতিল করা হয়েছে। এছাড়া এ শহরের কিছু রেলওয়ে সেবাও বন্ধ রাখা হয়েছে।

এছাড়াও রিসোর্ট ও পার্কসহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচলও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম