পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, দুই কমান্ডারসহ ৮ আফগান সেনা নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
![পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, দুই কমান্ডারসহ ৮ আফগান সেনা নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/09/ezgif-3-030a8626ad-66de9e28d418c.jpg)
পাকিস্তান ও আফগানিস্তানের নীতিনির্ধারকদের মধ্যে প্রায়ই উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে গত কয়েক মাস ধরে। সীমান্তের দুদিকে পাল্টাপাল্টি হামলাও হচ্ছে।
এবার সীমান্তে তালেবানের দুই কমান্ডারসহ ৮ আফগান সৈন্য নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
পাকিস্তান সরকারের অভিযোগ, তালেবানরা পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে প্রকাশ্যে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীকেও আক্রমণ করছে তারা।
এদিকে দ্য ডনের খবরে বলা হয়েছে, শনিবার সকালে পাক-আফগান সীমান্তের পালোসিন এলাকায় আফগান সৈন্যরা ভারি অস্ত্র নিয়ে পাকিস্তানি চেকপোস্টে হামলা চালায়। পাকিস্তানি বাহিনীর পাল্টা গুলিবর্ষণে ৮ আফগান সৈন্য নিহত হয়েছে এবং অন্য ১৬ জন আহত হয়েছে।
সূত্রটি বলছে, খলিল এবং জান মুহাম্মদ নামে দুই কমান্ডারও নিহত হয়েছেন।
তবে এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ডন।
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার প্রায় ১ হাজার ৬৪০ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। তালেবান ক্ষমতা আসার পর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা হচ্ছে।