মাঝ আকাশে উড়োজাহাজে তীব্র ঝাঁকুনি, এক যাত্রী নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৫:২৯ পিএম
ঝড়ো বাতাসে কবলে পড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) শিকার হয়েছে। এতে বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে একজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩০ জনের বেশি আরোহী। খবর: বিবিসির।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল বোয়িং ৭৭৭-৩০০ইআর ফ্লাইটটি। পথে দুর্ঘটনার শিকার হয় সেটি।এরপর ফ্লাইটটি গতিপথ পাল্টে ব্যাংককে স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল।
এ ঘটনায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বিমান সংস্থাটি।