Logo
Logo
×

এশিয়া

ঝড়ে ছাতাসহ উড়ে গেলেন ব্যক্তিটি!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১১:০৩ পিএম

ঝড়ে ছাতাসহ উড়ে গেলেন ব্যক্তিটি!

তুরস্কের ওসমানিয়া প্রদেশে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছিল। হাওয়া থেকে বাঁচতে যে যেখানে পারছিলেন আশ্রয় নিচ্ছিলেন।

সাদিক কোকাদাল্লি নামের এক ব্যক্তি সেখানে থাকা স্ট্যান্ড লাগানো ছাতার নিচে স্ট্যান্ড ধরে দাঁড়ালেন। কিন্তু হাওয়ার দাপটে ছাতাসহ উড়ে গেলেন তিনি। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে সাদিক বলেন, ছাতা ধরে দাঁড়িয়ে থাকার পর আমি বুঝলাম আমি উড়ছি। আমি প্রায় ৩-৪ মিটার উপরে উঠে গিয়েছিলাম। আনন্দবাজার পত্রিকা।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম