Logo
Logo
×

এশিয়া

আবারো ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০২:০৫ এএম

আবারো ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের রুয়াং আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। প্রাদেশিক রাজধানী মানাডো থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে রুয়াং দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি মঙ্গলবার থেকে তিনবারের বেশি অগ্ন্যুৎপাত করেছে।

বুধবার দেশটির আগ্নেয়গিরির সংস্থা জানিয়েছে, একাধিক অগ্ন্যুৎপাতের পরে অন্তত ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশনের (পিভিএমবিজি) কর্মকর্তা হেরুনিংত্যাস দেশি পুর্নমাসারি জানিয়েছেন, রুয়াং দ্বীপে প্রায় ৮৩৮ জন বাসিন্দা রয়েছেন। যাদের বেশির ভাগকে এখন নিকটতম দ্বীপ তাগুলানডাংয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, ক্রমবর্ধমান ঘটনার পর কর্তৃপক্ষ সতর্কতা স্তরকে দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। এনডিটিভি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম