Logo
Logo
×

এশিয়া

বিমান উড্ডয়নের সময় নারীর সন্তান প্রসব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১১:৪৮ পিএম

বিমান উড্ডয়নের সময় নারীর সন্তান প্রসব

তুরস্কের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সগামী বিমানে এক নারী সন্তান জন্ম দিয়েছেন। ফ্রান্সের মার্সেইতে যাওয়ার জন্য বিমানটি যখন উড্ডয়নের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল তখনই ঘটনাটি ঘটে। নাটকীয় ঘটনার ফুটেজে দেখা গেছে, একটি নবজাতককে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর অন্য যাত্রীরা হতবাক হয়ে যান। খবর নিউইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়েছে, ক্রুরা যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন তখন ফ্লাইটে থাকা ওই নারীর প্রসব ব্যথা উঠে। ক্রুরা দ্রুত শান্তভাবে পরিস্থিতি সামাল দেন। পরে বিমানবন্দরে জরুরি পরিষেবা এবং প্যারামেডিকদের সহায়তা করার জন্য ডাকা হয়। ওই নারীকে তার আসন থেকে দূরে বিমানের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে প্যারামেডিকরা তাকে প্রসব করতে সাহায্য করেন। গর্ভবতী যাত্রীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ পর একজন নারী প্যারামেডিক নীল কাপড়ে মোড়ানো একটি শিশুকে নিয়ে উপস্থিত হন। শিশুটি প্রিমেচিউর (সময়ের আগে জন্মগ্রহণ)। জন্মের পর তার কান্নার কোনো শব্দ পাওয়া যায়নি। পরে তাকে অ্যাম্বুলেন্সযোগে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

বিমানে বা ফ্লাইটের সময় শিশু জন্মের ঘটনা এটাই প্রথম নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম