নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড। ফাইল ছবি
নিজের কথাতেই নিজে ফেঁসে গেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড। সম্প্রতি মাঘি উৎসবের এক জনসভায় তিনি ‘স্বীকার’ করে নেন যে গৃহযুদ্ধের সময় দেশের পাঁচ হাজার মানুষের মৃত্যুর জন্য তিনিই দায়ী। তার এমন বিস্ফোরক স্বীকারোক্তির পরই দেশটির সুপ্রিমকোর্টে প্রচন্ডের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র আরান এবং অন্যান্য ভিকটিম পরিবার।
কল্যাণ বুধাথোকির আরও একটি রিট পিটিশনের রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় চলছে। শুক্রবার বিচারপতি ঈশ্বর খাতিওয়াদা এবং হরি কৃষ্ণ ফুয়ালের বেঞ্চ আদালত প্রশাসনকে এই দুজনের রিট পিটিশনগুলো নথিভুক্ত করার নির্দেশ দেয়। আজ (বৃহস্পতিবার) মামলার শুনানি। হাজির থাকতে বলা হয়েছে প্রচন্ডকে।
১৯৯৬ সালের ১৩ ফেব্র“য়ারি শুরু হয়েছিল মাওবাদী সংঘাত। সরকারিভাবে ২০০৬ সালের ২১ নভেম্বর তৎকালীন সরকারের সঙ্গে শান্তিচুক্তির পর আনুষ্ঠানিকভাবে শেষ হয় সেই সংঘর্ষ। সেই সংঘর্ষে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়। ২০০৬ সালের ২১ নভেম্বর তৎকালীন সরকারের সঙ্গে শান্তিচুক্তির পর আনুষ্ঠানিকভাবে শেষ হয় সেই সংঘর্ষ। রয়টার্স।