
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম
মহান স্বাধীনতা দিবসে গৌরীপুরে স্বজন সমাবেশের পতাকা মিছিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:৩৩ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পতাকা মিছিল ও আলোচনা করা হয়েছে।
বুধবার স্বাধীনতার ৫৪বছর উপলক্ষ্যে ৫৪টি পতাকা নিয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিজয়৭১ বেদিতে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন স্বজনরা। এছাড়া দিবসটি উপলক্ষ্যে স্বজন সমাবেশ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা স্কাউটস্ সম্পাদক ও ডক্টর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক মীর হোসেন মিরন, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন। গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাজিব আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক মোছা. নার্গিস আক্তার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সাংবাদিক লুৎফুর রহমান খোকন, আবুল কালাম আজাদ, ঝিন্টু দেবনাথ, মোখলেছুর রহমান, মাহফুজুর রহমান, স্বজন আব্দুস সালাম, ইমতিয়াজ হোসেন লিটন, মো. কামাল হোসেন, শামীম আনোয়ার, রোভার মুনতাসির রহমান মাসুক, গীতা পাল, হাদিয়া সুলতানা মিতু, ফারহান আবসার তাইফ, নাফিসা হাসান হৃদি, স্কাউট ফারজানা আক্তার ঝুমি, রুফাইদা মেহেজাবিন আচঁল, ইফতেখার আহমেদ শুভ, তোফায়েল আহমেদ প্রমুখ।