
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম
মিরপুর স্বজন সমাবেশের মাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম

মিরপুর স্বজন সমাবেশের মাসিক কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে মিরপুর-১১ নাম্বার বাজার (ভাসানী) মোড় স্বজন সমাবেশের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি র্যালি,
আলোচনা সভা ও বর্নমালার মিছিল অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায়
আগামী তিন মাসের কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়।
স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেনের সভাপতিত্বে
সভায় উপস্থিত ছিলেন যুগান্তরের ফিচার বিভাগের ইনচার্জ সেলিম কামাল, যুগ্ম আহ্বায়ক নজরুল
ইসলাম, শফিউল্লাহ মিরাজ, মাকসুদুর রহমান সোহেল, শেখ সাদ কায়সার সুমন, ডা. আ জ ম দৌলত
আল মামুন, সদস্য মোজাম্মেল হক, পাপ্পু , শাহ মান্না বেনারশী ও মিরপুর প্রতিনিধি আফজাল
হোসেন।