Logo
Logo
×

স্বজন সমাবেশ

গৌরীপুর স্বজনের ২১তম ‘ঐতিহ্যবাহী নবান্ন উৎসব’

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০২ পিএম

গৌরীপুর স্বজনের ২১তম ‘ঐতিহ্যবাহী নবান্ন উৎসব’

ছবি: যুগান্তর

ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে ২১তম ‘ঐতিহ্যবাহী নবান্ন উৎসব’। শনিবার (২৩ নভেম্বর) গৌরীপুরের স্বজনরা নাচে-গানে, জারি-সারি, পিঠার সুঘ্রাণে মেতে ওঠেন। দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর স্বজন সমাবেশ এ উৎসবের আয়োজন করে। ঐতিহ্যবাহী গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উৎসবে প্রদশর্নীতে ছিল শত প্রকারের পিঠা-পায়েস।

এ উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি বলেন, এত চমৎকারভাবে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে, যা দেখে আমি সত্যিই মুগ্ধ। আজকের শিশু-কিশোররা ফাস্টফুডে যাচ্ছে, সেই শিশু কিশোরদেরকে ঐতিহ্য ও সুখাদ্যের এই প্রদর্শনী নিশ্চিতভাবে ভাবিয়ে তুলতে পেরেছে। 

ভার্চুয়্যালি স্বাগত বক্তব্য রাখেন স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী। তিনি বলেন, আমি দূরে নই, আপনাদের খুব কাছে, গৌরীপুরের স্বজনদের আমি সবসময় মিস করি। আয়োজনের লোভনীয় এ আয়োজনে থাকতে না পারায় দুঃখিত। তবে চমৎকারভাবে এ উৎসব আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর স্বজনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি অধ্যাপক আহসানুল হক, যুগান্তরের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, হালুয়াঘাট প্রতিনিধি মো. হাতেম আলী মিয়া, হালুয়াঘাটের জনকন্ঠ প্রতিনিধি নাঈম হোসেন, ঈশ্বরগঞ্জের ভোরের পাতার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোক্তার উদ্দিন চৌধুরী, গৌরীপুর পৌরসভার সাবেক কমিশনার মোখলেছুর রহমানসহ আরও অনেকে।

উৎসবে স্বজনদের নৃত্য, জারি-সারি, পিঠার গীত, সাংস্কৃতিক পর্বে স্বজন সংগীত, চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী পালিত হয়। জাতীয় সংগীতের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম