স্বজনের মাদকবিরোধী প্রচারাভিযান ও রচনা প্রতিযোগিতা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে ‘রুখতে হবে মাদক-জেগে উঠুক তারুণ্যশক্তি’ স্লোগানে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার পৌর শহরের মধ্যবাজারে মাদকবিরোধী প্রচারাভিযান ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ৭টি গ্রুপে ১৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। ৭টি গ্রুপে ২১ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বক্তব্য রাখেন- গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন সরকার, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বিএমএসএফ গৌরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, শামীম আনোয়ার, তাসাদদুল করিম, ইসরাত জাহান রেখা, এহসানুল হক জারিফ, ফারহান আফসার তাইফ, মাহমুদা আক্তার রিপা, আব্দুল মালেক, জাইয়ান মুনতাসিফ, নার্গিস আক্তার, রাকিবুল ইসলাম রাকিব, উজ্জ্বল সরকার, শাহিনা খানম, ডা. অলকেশ পণ্ডিত প্রমুখ।