যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বজন ছড়া উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার বিকালে যুগান্তর কার্যালয়ের সভাকক্ষে ছড়ায় ও আড্ডায় এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
স্বজনদের প্রাণবন্ত অংশগ্রহণে ছড়া উৎসবে অংশ নিয়ে স্বজনরা তাদের ছড়া পরিবেশন করেন। স্বজন ছড়াকারদের ছড়ায় এবং আড্ডায় প্রণবন্ত হয়ে উঠে সভাকক্ষ।
এ সময় সোনারগাঁও স্বজনের সভাপতি সামসুর রহমান, সাধারণ সম্পাদক মহসিন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর ডালিম, শ্যামলি শাখার সভাপতি আলমগীর সরকার লিটন, টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, কাজী কেয়া, জুয়েল, মিরপুর শাখার যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, বন্দর শাখার উপদেষ্টা আতাউর রহমান, পূবাইল শাখার সাধারণ সম্পাদক রফিকুর ইসলাম, রিয়াজ হোসেন, গাজীপুর শাখার সদস্য আমান উল্লাহসহ বিভিন্ন শাখার স্বজনরা তাদের স্বরচিত ছড়া পাঠ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী। আড্ডায় উপস্থিত ছিলেন ফিচার বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম কামাল, সিনিয়র সহ-সম্পাদক ইমন চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন আতাউর রহমান।এছাড়াও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীসহ রাজধানীর আশপাশের জেলার স্বজনরা অনুষ্ঠানে অংশ নেন।
ছড়া উৎসব সস্পর্কে স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী বলেন, স্বজনরা উৎসবে অংশ নিয়ে তাদের ছড়া পরিবেশন করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রিয় স্বজনরা এসে উপস্থিত হন। স্বজন ছড়াকারদের ছড়ায় ও আড্ডায় প্রণবন্ত হয়ে উঠে সভাকক্ষ। ছড়া উৎসবে যারা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই, ছড়ায় ও ছন্দে সবার জীবন হয়ে উঠুক আরও রঙিন।
উল্লেখ্য, ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি স্বজন সমাবেশের আনুষ্ঠানিক যাত্রা। যুগান্তরের পাশাপাশি গত ২৫ বছরে স্বজন সমাবেশের রয়েছে নিরবচ্ছিন্ন সাফল্যের ইতিহাস। দেশের দুর্যোগে অসহায় মানুষের পাশে আপন স্বজনের মতোই হাত বাড়িয়ে দিয়েছেন সারা দেশের স্বজনরা। শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলে, কখনো সামষ্টিক আবার কখনো ব্যক্তির প্রতি তাদের সাধ্যানুযায়ী ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন স্বজনরা। সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজে সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যে দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলায় সংঘবদ্ধ হয়ে নব উদ্যমে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন স্থানে কাজ করে যাচ্ছেন স্বজনের সদস্যরা।