Logo
Logo
×

স্বজন সমাবেশ

পর্যটন নগরী ভ্রমণে সোনারগাঁ যুগান্তর স্বজন সমাবেশ বন্ধুরা

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম

পর্যটন নগরী ভ্রমণে সোনারগাঁ যুগান্তর স্বজন সমাবেশ বন্ধুরা

ছবি: সৌজন্য

যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, ঐতিহাসিক স্থান ও পর্যটন নগরী ভ্রমণের আয়োজন করা হয়। 

স্বজনরা দিনব্যাপী সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানাম নগরী, টাকশাল, ভাটিবন্দর কাঁশবন ও রয়েল রিসোর্ট পরিদর্শন করেন। 

মধ্যাহ্ন ভোজ শেষে রয়েল রিসোর্টের রেস্টুরেন্টে স্বজনদের এক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন যুগান্তর স্বজন সোনারগাঁ শাখার উপদেষ্টা ও যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন তুষার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ রয়েল রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার খাইরুল কবির লাল, সোনারগাঁয়ের বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাওসার, স্বজন ফারহানা, মায়মুনা, নাবিলা, ইলমী, জান্নাতুল ফেরদৌসী ঐশী, শশী, মিম, মুক্তা, মায়মুনা দেওয়ান, বুশরা, মিথিলা, তানজিলা ও রাফিনসহ বিভিন্ন স্বজনরা। 

সকালে প্রথমে সোনারগাঁ উপজেলা শাখার স্বজনরা মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর কাঁশবন পরিদর্শন করেন। একে একে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বড় সর্দার বাড়ি, জামদানি পল্লী, পানাম নগরী, টাকশাল ও রয়েল রিসোর্ট ঘুরে দেখেন। 

পরে রয়েল রিসোর্টে মধ্যাহ্ন ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন নিদর্শন নিয়ে আলোচনা করা হয়। 

আলোচনা শেষে উৎসব মুখর পরিবেশে স্বজনদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি দেওয়ান শামছুর রহমান।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম