গৌরীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ-আলোচনা সভা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরসহ সারা দেশে নিহতের স্মরণে শুক্রবার হাতেম আলী সড়কে স্বজন সমাবেশ কার্যালয়ে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ এ কর্মসূচির আয়োজন করে।
জুলাই বিপ্লবে শহিদদের আত্মার স্মরণে শুরুতেই এক মিনিট নীরবতা পালন, আত্মার মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন শুধুমাত্র চাকরিক্ষেত্রে নয়, সমাজের ও রাষ্ট্রের প্রত্যেক স্তরের বৈষম্যকে দূরীভূত করার অঙ্গীকার নিয়ে এক দফায় এ বিজয় এসেছে। এ বিজয়ের মর্মবাণী সবাইকে ধারণ করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি ও ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও মহিলা (ডিগ্রি) কলেজের প্রভাষক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন- গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, সাডের ম্যানেজার আব্দুল বাছেদ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সহ-সভাপতি শামীমা খানম মীনা, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, স্বজন লুৎফা বেগম রূপা, মাহিরা খান, রিফাহ তাসনিয়া তরী, আহনাফ রশিদ তনয় প্রমুখ।