Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ-আলোচনা সভা

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

গৌরীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ-আলোচনা সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরসহ সারা দেশে নিহতের স্মরণে শুক্রবার হাতেম আলী সড়কে স্বজন সমাবেশ কার্যালয়ে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ এ কর্মসূচির আয়োজন করে।

জুলাই বিপ্লবে শহিদদের আত্মার স্মরণে শুরুতেই এক মিনিট নীরবতা পালন, আত্মার মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন শুধুমাত্র চাকরিক্ষেত্রে নয়, সমাজের ও রাষ্ট্রের প্রত্যেক স্তরের বৈষম্যকে দূরীভূত করার অঙ্গীকার নিয়ে এক দফায় এ বিজয় এসেছে। এ বিজয়ের মর্মবাণী সবাইকে ধারণ করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি ও ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও মহিলা (ডিগ্রি) কলেজের প্রভাষক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন- গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, সাডের ম্যানেজার আব্দুল বাছেদ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সহ-সভাপতি শামীমা খানম মীনা, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, স্বজন লুৎফা বেগম রূপা, মাহিরা খান, রিফাহ তাসনিয়া তরী, আহনাফ রশিদ তনয় প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম