Logo
Logo
×

সারাদেশ

কাবিংয়ে দেশ সেরা আদিবকে গৌরীপুরে সংবর্ধনা!

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম

কাবিংয়ে দেশ সেরা আদিবকে গৌরীপুরে সংবর্ধনা!

‘যথাসাধ্য চেষ্টা করিব’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কাবিং কার্যক্রম, মানবিক, সামাজিক ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহের গৌরীপুরের স্বজন গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাহমিন ইসলাম আদিব।

দেশসেরা কাবিং নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে তাকে সংবর্ধিত করা হয়।

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং আমাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সোমনাথ সাহা তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন। একই সময়ে সেরা ইউনিট লিডার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাজিব আহমেদ সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম, মো. আবু রায়হান, নাজমা খাতুন, ফারহানা ফেরদৌসী, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সূর্যবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চাকী।

আদিব গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশে ক্ষুদে সক্রিয় স্বজন ও তার মা ইসরাত জাহান লাকী গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ স্বজনের সাবেক সাধারণ সম্পাদক। আদিব স্বজন সমাবেশের কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ একাধিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

আদিবকে যুগান্তর স্বজন সমাবেশ, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপ ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার উদ্যোগে পৃথকভাবে সংবর্ধিত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম