স্বজন প্রভাকে গৌরীপুরে সংবর্ধনা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৯:৫৪ পিএম
জাতীয় শিক্ষা সপ্তাহে গৌরীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী স্বজন নূরে তাসফিয়া ইসলাম প্রভা জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়ায় সোমবার ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হামিদ। সঞ্চালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর শিপন আহাম্মেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। জাতীয় পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করেন গৌরীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী স্বজন নূরে তাসফিয়া ইসলাম প্রভা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুল কাদির ফকির, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সুজন চন্দ্র পাল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজের সম্পাদক সামিউল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শওকত আলী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সৈয়দ আল আমিন, উপজেলা স্বজনের সহসভাপতি ও মেডিকেল টিম প্রধান ডা. একেএম মাহফুজুল হক, সহসভাপতি রমজান আলী মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, স্বজন মোখলেছুর রহমান, শামীম আনোয়ার প্রমুখ।
নির্ধারিত বক্তৃতা বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় প্রভার হাতে বৃহস্পতিবার ক্রেস্ট, সনদপত্র, মেডেল তুলে দেন জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।