Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে জ্যৈষ্ঠের মধুমেলা উৎসব

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৩:৪৮ এএম

গৌরীপুরে জ্যৈষ্ঠের মধুমেলা উৎসব

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘নিয়মিত খান ফল, দেহে বাড়ান বল’ এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘জ্যৈষ্ঠের মধুমেলা উৎসব’। শুক্রবার রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলায় ২৮ প্রজাতির দেশীয় ফল প্রদর্শিত হয়।

উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি বলেন, আমার দেশের মাটি পৃথিবীর অনেক দেশের চেয়ে উন্নত। এখানে যে ফলগুলো ফলে তা অত্যন্ত পুষ্টিসমৃদ্ধ। নতুন প্রজন্মের মাঝে ফলের পরিচিতি ও খাওয়ার সুযোগ করে দেওয়ায় দেশীয় ফলের প্রতি আকৃষ্ট বাড়াবে। এ আয়োজনে আমিও অনুপ্রাণিত। উপজেলা প্রশাসনের উদ্যোগেও অনুরূপ কর্মসূচি আয়োজন করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন- ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম আল রাজ, শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, মো. ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবণী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা, সহ-সম্পাদক লুৎফা রূপা, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, প্রতিভা মডেল স্কুলের সহকারী শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক সাইফ আহমেদ প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে অংশ নেয় তায়্যিবা জামান রায়না, নাফিসা হাসান হৃদি, আহনাফ রশিদ তনয়, তাহমিদ ইসলাম আতিপ, তাসফিয়া জাহান রায়মা, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম