গৌরীপুরে বিজয় উৎসবে পতাকা মিছিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম
বিজয়ের মাস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিজয় উৎসবের পতাকা মিছিলের সমাপনী ঘটে ৩১ ডিসেম্বর রোববার। সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার। তিনি বলেন, ‘দৈনিক যুগান্তর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছে। এ পত্রিকার গৌরীপুর স্বজনরাও যুগান্তকারী কর্মসূচি পালন করেছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন নবপ্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের আদর্শকে ছড়িয়ে দিচ্ছে।’
বিজয়ের ৫৩ বছরকে স্মরণীয় করে রাখতে ৫৩টি বাইসাইকেলে জাতীয় পতাকা নিয়ে পতাকাবাহী এ শোভাযাত্রাটি ঈশ্বরগঞ্জের সীমানায় প্রবেশ করার সময় বরণ করে নেন যুগান্তরের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ স্বজন সমাবেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী মুক্তি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন, সরকারি কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সাংস্কৃতিক সম্পাদক আরিফ হাসান সোহাগ, ক্রীড়া সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আরিফ হাসান সোহাগ, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, মো. ছোটন, মো. শামীম মিয়া, শাহরিয়ার হাসান রাফি, ফারহান আবসার তাইফ, মো. রাজিবুল হাসান, সরকারি কলেজ রোভার স্কাউট মো. রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. নাঈম, শাকিল আহমেদ প্রমুখ।
১ ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম দিনে এ উৎসবের উদ্বোধন করেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাত বীরশ্রেষ্ঠ ও শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।