বিজয়নগরে যুগান্তরের পাঠকদের জন্য মাসব্যাপী কর্মসূচি
এস এম কামরুল হাসান শান্ত, বিজয়নগর থেকে
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম
স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির কার্যনির্ধারণীর প্রথম সভা ও উপদেষ্টা পরিষদ গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ জানুয়ারি বেলা ১১টায় উপজেলার মির্জাপুর মোড়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের বিজয়নগর উপজেলা প্রতিনিধি এসএম কামরুল হাসান শান্ত।
সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সহসভাপতি অলি আহমেদ, মো. দুলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ, মো. জিয়াউর রহমান রিফাত, কোষাধ্যক্ষ মো. আবদুল হামিদ, দপ্তর সম্পাদক শ্যামল সরকার নিলয়, প্রচার সম্পাদক মো. সাইমন মিয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ বিশ্বাস মিঠু, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নিয়ামুল হক, সদস্য মো. সমির চন্দ্র পাল।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক মাসের মধ্যে প্রত্যেক সদস্য দৈনিক তিনজনকে যুগান্তর পত্রিকা পড়ার বিষয়ে উদ্বুদ্ধকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে বিজয়নগর উপজেলায় প্রায় চার হাজার লোকের মধ্যে দৈনিক যুগান্তর পত্রিকার দাওয়াত পৌঁছাবে। পাশাপাশি বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত গ্রামীণ ঐতিহ্যের শীতকালীন পিঠা উৎসবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সবার পরামর্শে সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সদস্যরা হলেন ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, পূর্বাচল কলেজের অধ্যক্ষ মো. কামরুল হাসান সোহাগ, টনকী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম রতন, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল হক বকুল, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. শাহ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী হাজী মো. সালাউদ্দিন সেলিম ও মুফতি রেদওয়ানুল বারী সিরাজী।
ওই সংগঠনের সার্বিক বিষয়ে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের বিজয়নগর উপজেলা প্রতিনিধি এসএম কামরুল হাসান শান্ত।