স্বজন সমাবেশ
চুয়াডাঙ্গায় স্বজন সমাবেশের পথচলা শুরু
আহাদ আলী মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
চুয়াডাঙ্গায় শুরু হলো স্বজন সমাবেশের পথচলা। সূচনাসভা ও আড্ডার মধ্য দিয়ে এখানে স্বজন সমাবেশের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন স্বজনদের প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হলো নবযাত্রা। ২৭ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্পকলা একাডেমি চত্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্বজন সমাবেশ।
এদিন স্বজন সমাবেশের সদস্যরা বিকালে মিলিত হন এক প্রাণবন্ত আলোচনা সভায়। ঘণ্টাব্যাপী চলে সূচনাসভা, আড্ডা ও চা-চক্র। পরে আলোচনার ভিত্তিতে উপস্থিত সদস্যবৃন্দের সম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা স্বজন সমাবেশের প্রস্তাবিত কমিটি আত্মপ্রকাশ করে। কমিটির সভাপতি নির্বাচিত হন জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী ফরহাদ ওরফে বাউল ফরহাদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন সামাজিক ব্যক্তিত্ব সরকার হাসিবুল ইসলাম মাসুদ।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন খ্যাতিমান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত। প্রচার সম্পাদক নির্বাচিত হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্কুল শিক্ষক ইমাম হাসান লাভলু।
এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হন আইটি ব্যবসায়ী বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন তুষার। নির্বাহী সদস্য নির্বাচিত হন তৌফিক ওমর রিজন, শামান্তা ইসলাম, সাদিকুর রহমান অর্ত ও আবু হানিফ তন্ময়। সভা ও আড্ডায় আরও উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের প্রিয় মুখ নিশা খান।