Logo
Logo
×

স্বজন সমাবেশ

বগুড়া স্বজন সমাবেশের নিয়মিত পাঠচক্রে ছোটগল্প ‘জীবিত ও মৃত’ নিয়ে আলোচনা

Icon

মো: নাজমুল হুদা নাসিম

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

বগুড়া স্বজন সমাবেশের নিয়মিত পাঠচক্রে ছোটগল্প ‘জীবিত ও মৃত’ নিয়ে আলোচনা

দৈনিক যুগান্তর বগুড়া স্বজন সমাবেশের নিয়মিত পাঠচক্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ ছোটগল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় বগুড়া শহরের বড়গোলা এলাকায় জামিল শপিং সেন্টারের তৃতীয় তলায় দৈনিক যুগান্তর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের পাঠচক্রবিষয়ক সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় ও সভাপতি শাহানূর শাহিনের সভাপতিত্বে সভায় ছোটগল্পটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও আলোচনা হয়। 

ঋদ্ধ আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রহমান সাগর, কবি ও কথাসাহিত্যিক ফাতেমা ইয়াছমিন, কবি ও বাচিক শিল্পী প্রতত সিদ্দীক, কবি ও চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মণ, সাংবাদিক ও ছড়াকার আমীর খসরু সেলিম, কবি ও প্রাবন্ধিক মুহম্মদ ইয়াকুব। দৈনিক যুগান্তরের বগুড়া ব্যুরো প্রধান ও স্বজন সমাবেশের উপদেষ্টা নাজমুল হুদা নাসিমের দিকনির্দেশনামূলক পরামর্শের মাধ্যমে ছোট গল্প ‘জীবিত ও মৃত’র আলোচনা শেষ হয়। 

পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ওইদিন সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া শিগ্গির যুগান্তর বগুড়া স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম