Logo
Logo
×

আফ্রিকা

কাঠের নৌকায় স্পেন যাওয়ার চেষ্টা, ২৬ জনের প্রাণহানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

কাঠের নৌকায় স্পেন যাওয়ার চেষ্টা, ২৬ জনের প্রাণহানি

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সমুদ্রতীরে স্বজনদের অপেক্ষা। ছবি: সংগৃহীত

মঙ্গলবার সেনেগালের নৌবাহিনী উপকূলে ডুবে যাওয়া অভিবাসী বহনকারী একটি নৌকা থেকে ১৭ মরদেহ খুঁজে পেয়েছে দেশটির নৌবাহিনী। এর আগে আরো ৯ মরদেহ উদ্ধার করা হয়।  এতে সবমিলিয়ে এখন পর্যন্ত ২৬ মরদেহের সন্ধান পাওয়া গেছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। 

পশ্চিম আফ্রিকার উপকূল ক্যানারি দ্বীপপুঞ্জ দিয়ে  সাধারণত আফ্রিকান অভিবাসীরা স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। এই নৌপথকে  অভিবাসী ও শরণার্থীদের বিশ্বের অন্যতম মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে ভাবা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরু কাঠের মাছ ধরার এই নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল। যাত্রা শুরুর পর মাত্র ৪ কিলোমিটার যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়। তিনটি নৌকা এবং একটি স্প্যানিশ বিমান নিয়ে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।  

সেনেগালের বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ধরে চলে আসা ইসলামপন্থি সংঘাত, বেকারত্ব এবং কৃষক সম্প্রদায়ের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের তরুণদের মধ্যে অবৈধ পথে ইউরোপমুখী হওয়ার প্রবণতা বাড়ছে।  জীবনের ঝুঁকি নিয়ে এসব পথে পা বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম