Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জবি ভর্তি পরীক্ষায়ও অংশ নিলেন ৪৫ বছর বয়সি তৌহিদুর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

জবি ভর্তি পরীক্ষায়ও অংশ নিলেন ৪৫ বছর বয়সি তৌহিদুর

মুখে ছোপ ছোপ দাঁড়ি। মাথায় তেমন চুল নেই। চেহারায় বয়সের ছাপ দৃশ্যমান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে পড়াশোনায় একটি বড় গ্যাপ হয়েছে মো. তৌহিদুর রহমান তাকুর।  ৪৫ বছর বয়সেও বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পর এবার অংশ নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায়।  

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত কলা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তৌহিদুর। জাবির শহিদ সাজিদ একাডেমিক ভবনের অনুজীব বিজ্ঞান বিভাগের ৪১৮ নম্বর কক্ষে তার আসন পড়েছে।

তৌহিদুরের বাড়ি নঁওগা সদরে। তিনি বলেন, ১৯৮৯ সালের পর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কাটাতে হয়েছে আমাকে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। তবে ২০১৯ সালে আবার পড়াশোনা শুরু করি। নঁওগার এনায়েতপুর দাখিল মাদরাসা থেকে ২০২২ সালে দাখিল (এসএসসি সমমান) ও গয়রা তেঁতুলিয়া ডি এম ফাজিল মা্দ্রাসা থেকে ২০২৪ সালে আলিম (এইচএসসি) পাশ করি।

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ঘটনাটা শুনেছি। সে আজ বি ইউনিটে পরীক্ষা দিচ্ছে। কোনো অনিয়মের আশ্রয় নিয়েছেন নাকি তা আমরা পরবর্তীতে খতিয়ে দেখব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম