Logo
Logo
×

শিক্ষাঙ্গন

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:১০ পিএম

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভিন্ন ধরণের তথ্য প্রকাশ পাচ্ছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন জবি উপাচার্য  অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ীই।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম বক্তব্য প্রকাশিত হচ্ছে।  বলা হচ্ছে, আগের বারের মতো এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জবি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন- ২০০৫ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম