Logo
Logo
×

জাতীয়

রেলব্রিজে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় নিহত যুবক

Icon

গাজীপুর প্রতিনিধ

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০১:৩৫ এএম

রেলব্রিজে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় নিহত যুবক

গাজীপুরের টঙ্গী লাগোয়া হায়দরাবাদ রেলব্রিজে হাঁটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় সাইদুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

নিহত সাইদুল পটুয়াখালী জেলার বাউফল থানার আমিরাবাদ গ্রামের বারেক হাওলাদারের ছেলে। তিনি গাজীপুরের ভোগরা এলাকায় শামসুদ্দিন সরকার মার্কেট এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, হায়দরাবাদ রেল ব্রিজ এর মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ দিয়ে অসাবধানতাবশত হাঁটছিলেন ওই যুবক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন সাইদুল ইসলাম। এরপর ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে দ্রুত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, অসাবধানতাবশত রেল ব্রিজে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে মারা যায় ওই যুবক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম