Logo
Logo
×

দুর্ঘটনা

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু, শঙ্কায় ২৪ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৪:৫৭ এএম

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু, শঙ্কায় ২৪ জন

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হলো। চিকিৎসাধীন অন্য ২৪ জনও শঙ্কামুক্ত নয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক অধ্যাপক ডা. হোসাইন ইমাম ইমু যুগান্তরকে জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু অধিকাংশের শরীর ৫০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। রোববার ভোরে আরিফুল ইসলাম, সকাল পৌনে ৭টার দিকে মহিদুল খান (২৫) ও সন্ধ্যা ৭টার দিকে নার্গিস খাতুন (৩৮) মারা গেছেন। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হলো।

জানা যায়, আরিফুলের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামে। গাজীপুরে একটি পোশাক কারখানার আয়রনম্যান হিসাবে তিনি কাজ করতেন। স্ত্রী সুমি আক্তারকে নিয়ে তিনি কালিয়াকৈরের টপস্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আব্দুর রাজ্জাকের মেয়ে নার্গিস গাজীপুরের কালিয়াকৈর থানার কোনাবাড়ী এলাকায় থাকতেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

চিকিৎসাধীন অবস্থায় শনিবার তৈয়বা (৪) ও মুনসুর আলী আকন্দ (৪৫) এবং শুক্রবার সোলেমান মোল্লা (৪৫) মারা যান। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম