Logo
Logo
×

দুর্ঘটনা

বেইলি রোডে অগ্নিকাণ্ডে দুই সাংবাদিকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৫:১৪ পিএম

বেইলি রোডে অগ্নিকাণ্ডে দুই সাংবাদিকের মৃত্যু

তুষার হাওলাদার ও অভিশ্রুতি শাস্ত্রী। ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন সাংবাদিক মারা গেছেন। তার নাম তুষার হাওলাদার। সর্বশেষ স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে তিনি প্রাণ হারান। একই ঘটনায় দ্য রিপোর্টের একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তার নাম অভিশ্রুতি শাস্ত্রী। দুজনই দ্য রিপোর্টের সাবেক সহকর্মী ছিলেন।

তুষার হাওলাদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাশ করেছেন। আর অভিশ্রুতি শাস্ত্রী রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম