Logo
Logo
×

দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি বাবলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৭:২০ পিএম

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি বাবলা

সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা আহত হয়েছেন।

শুক্রবার নির্বাচনি এলাকা রাজধানীর কদমতলী থেকে জুমার নামাজ আদায় শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা গেছে, উল্টো দিক থেকে আসা বেপরোয়া একটি পিকআপ ভ্যান বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে। এতে গাড়িতে থাকা এমপি বাবলার ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান।

বাবলার প্রেস অ্যান্ড পলিটিকাল সচিব সুজন দে বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে সাত দিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপ ভ্যানটির চালক ও সহকারীকে সিরাজদিখান থেকে শ্যামপুর থানা পুলিশ আটক করেছে।আটক দুজনই মদ্যপান অবস্থায় ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম