যুগান্তরের খেলার পাতার প্রতি আমাদের সবার আগ্রহ বেশি: আকরাম খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ এএম
সময়ের পরিক্রমায় ২৫ বছরের সফল যাত্রা শেষে আজ ২৬ বছরে প্রবেশ করল যুগান্তর। দীর্ঘ এ পথচলায় অসংখ্য প্রশংসা কুড়িয়েছে এ পত্রিকা, পেয়েছে ক্রীড়া জগতের কিংবদন্তিদের স্বীকৃতি। রজতজয়ন্তী উপলক্ষে দেশের ক্রিকেট অঙ্গনের অনেকেই যুগান্তরকে জানিয়েছেন শুভেচ্ছা ও শুভকামনা।
সাবেক অধিনায়ক আকরাম খানের স্মৃতিতে ভালোভাবেই জায়গা করে আছে যুগান্তর। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে গিয়ে সে স্মৃতিই রোমন্থন করলেন তিনি। তার কথা, ‘একটি পত্রিকা ২৬ বছরে পদার্পণ করল, এটা সহজ কথা নয়। আমাদের চট্টগ্রামের কাজীরদেউড়ির বাড়িতে যুগান্তর রাখা হতো।’
বেশ কিছু ‘পেপার কাটিং’ এখনও সংগ্রহে আছে তার। তিনি বলেন, ‘খেলার পাতার প্রতি আমাদের সবার আগ্রহ বেশি। পত্রিকার খেলার পাতায় বিভিন্ন সময়ে প্রকাশিত খবর ও ছবির কাটিং আছে আমার কাছে।’
তিনি ভবিষ্যতের জন্য যুগান্তরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে আমার প্রিয় পত্রিকা যুগান্তর। খেলাধুলাকে তারা সব সময় গুরুত্ব দেয়। আশা করি, আরও এগিয়ে যাবে। যুগান্তরের জন্য শুভকামনা।’