Logo
Logo
×

খেলা

যুগান্তর সত্য খবর প্রকাশে কখনো পিছপা হয় না: রকিবুল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ এএম

যুগান্তর সত্য খবর প্রকাশে কখনো পিছপা হয় না: রকিবুল

প্রতিষ্ঠার ২৫ পেরিয়ে আজ ছাব্বিশে পা দিল যুগান্তর। দীর্ঘ এ যাত্রায় বেশ সুনাম কুড়িয়েছে এ পত্রিকা। রথী-মহারথীদের প্রশংসায় সিক্ত হয়েছে বহু বার। রজতজয়ন্তীতে যুগান্তরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেটের বহু গুণীজন। সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও জানালেন তা। তবে তিনি জানালেন, যুগান্তরের প্রতিবাদী কণ্ঠস্বর বাকিদের জন্যেও অনুকরণীয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি বলেন, ‘যুগান্তর আমার জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে। এই তো সেদিনের পত্রিকা আজ ২৬ বছরে পদার্পণ করল। শুরু থেকে এই পত্রিকার সঙ্গে আছি।’ 

যুগান্তরের আপসহীন চরিত্রের প্রশংসা করে তিনি বলেন, ‘প্রতিবাদী কণ্ঠস্বর যুগান্তর। সত্য খবর প্রকাশে কখনো পিছপা হয় না। তারা আপসহীন। এটাই একটা পত্রিকার মূলমন্ত্র হওয়া উচিত।’ 

প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত যুগান্তর নিজেদের অবস্থান ধরে রেখেছে দারুণভাবে, বিষয়টা সুখানুভূতি দিচ্ছে রকিবুলকে। তিনি বলেন, ‘আমার ভালো লাগছে এটা দেখে যে, যুগান্তর নিজেদের অবস্থান ধরে রেখে সমানতালে এগিয়ে যাচ্ছে। এটা মোটেও সহজ কাজ নয়। এভাবে নিজেদের ধরে রাখতে পারলে আরও অনেকদূর এগিয়ে যাবে যুগান্তর।’

তিনি যুগান্তরকে ভবিষ্যতের জন্যও শুভকামনা জানান। বলেন, ‘খেলাধুলাসহ যুগান্তরের অন্য খবরগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে। সামনের পথ চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, চ্যালেঞ্জ মোকাবিলা করে আরও দীর্ঘ পথ পাড়ি দেবে যুগান্তর। আশা করব, শুধু খেলাধুলা নয়, অন্য সব বিষয়েও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং আরও নতুন কিছু যুক্ত করবে যুগান্তর।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম