ধারাবাহিক নাটকে অভিনয়ে ফিরলেন তৌকীর আহমেদ

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

দীর্ঘ বিরতির পর জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ আবার ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘বাবা যখন বাসায়’। নাটকটি পরিচালনা করেছেন মুক্তাদির শান।
এটি দুরন্ত টিভিতে প্রচার হবে। নাটকে তার সঙ্গে আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার প্রমুখ। এছাড়া হৃদি হকের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকে কিছুদিন আগে কাজ করেছেন তৌকীর আহমেদ।
এসব নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন থেকেই ধারাবাহিক নাটকে অভিনয় করা হচ্ছে না। এখন ব্যস্ততা একটু কম থাকায় আবারও ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছি। সময় এবং গল্পের সমন্বয় যদি ভালো হয় তাহলে মাঝে মাঝেই ধারাবাহিকে অভিনয়ের ইচ্ছা আছে।’ একক নাটকে নিয়মিতই অভিনয় করছেন তৌকীর আহমেদ।
ঈদের জন্য নির্মিত নাটকেও অভিনয় করছেন তিনি। অন্যদিকে তার পরিচালিত ‘হালদা’ সিনেমা তিনটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। কসোভো, রাশিয়া ও ইতালিতে আলাদা তিনটি উৎসবে ছবিটি দেখানো হবে বলে জানিয়েছেন তিনি। এসব উৎসবে তার অংশ নেয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’র ডাবিং সম্প্রতি শেষ হয়েছে
। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবিটির কাজ প্রায় শেষ। এখন মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইচ্ছা আছে এ বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেয়ার। তবে রাজনৈতিক পরিবেশ যদি অনুকূলে না থাকে তাহলে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি দেব।’