Logo
Logo
×

বাংলার মুখ

ফুলবাড়ীয়ায় ঐতিহ্যবাহী হুমগুটি খেলায় মানুষের ঢল

Icon

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পৌষ মাসের শেষ দিনকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আঞ্চলিক ভাষায় বলা হয় পুহুরা। জমিদার আমল থেকে প্রতিবছর পৌষের শেষদিন লক্ষ্মীপুর বড়ইআটা গ্রামে ঐতিহ্যবাহী হুমগুটি খেলা অনুষ্ঠিত। শনিবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর গ্রামে হুমগুটি খেলার উদ্বোধন করে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিন। এ সময় জেলা পরিষদ সদস্য তাজুল ইসলাম বাবলু, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে লক্ষ্মীপুর ও দশমাইলের মাঝামাঝি তেলিগ্রাম বড়ইআটা গ্রামে যেখানে জমিদার আমলে তালুক বনাম পরগনার জমির সীমানায় হাজারো খেলোয়াড়ের মাঝে হুমগুটি (৪০ কেজি ওজনের একটি পিতলের তৈরি বল) ছেড়ে দেয়া হয়। বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত দেখা যায়, কনকনে শীত উপেক্ষা করে ঐতিহ্যবাহী হুমগুটি খেলায় লাখো মানুষের ঢাল নামে।

দহুমগুটি খেলা স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, জমিদার আমলের তালুক ও পরগনা প্রজাদের দলগত শক্তি পরীক্ষার জন্যই তালুক ও পরগনার সীমানায় হুমগুটি খেলার আয়োজন করেছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম