
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
মেহেরপুরে অস্ত্র ও হাতবোমাসহ গ্রেফতার ২

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ০১:১১ পিএম

আরও পড়ুন
মেহেরপুরের গাংনীতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, গুলি ও হাতবোমাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার গাঁড়াডোব-আমঝুপি সড়কের পাশে একটি কলাবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের রিহান আলীর ছেলে আইচ উদ্দীন (৩০) ও কসবা গ্রামের তজিম হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান(৪০)।
পুলিশের দাবি, ওই দুজন শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১২টি মামলা রয়েছে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, গাঁড়াডোব-আমঝুপি রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে সিদ্দিকুর ও আইচকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি শার্টারগান, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি হাতবোমা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় একটি হত্যা মামলাসহ গাংনী ও মেহেরপুর সদর থানায় হত্যা, বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় ১২টি মামলা রয়েছে বলে জানান ওসি।