চট্টগ্রামে দড়ি ছিঁড়ে মার্কেটের দোতলায় পাগলা মহিষ!
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে এক পাগলা মহিষের কাণ্ড সামলাতে বেকায়দায় পড়েছে ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রাণী বিশেষজ্ঞরা। সোমবার বিকাল ৩টার দিকে নগরীর ব্যস্ততম আন্দরকিল্লা এলাকায় বেঁধে রাখা মহিষটি হঠাৎ দড়ি ছিঁড়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মহিষটি আন্দরকিল্লা আলফতেহ শপিং সেন্টারের দোতলার সিঁড়ি বেয়ে উঠে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বসে পড়ে। এ সময় পুরো মার্কেটের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে সবাই যে যার মতো ছুটে বেরিয়ে যায়। পাগলা মহিষের সিংয়ের গুঁতোয় কেউ হতাহত না হলেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। সোমবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিষটি উদ্ধার হয়নি। উৎসুক লোকজনের ভিড় দেখা গেছে ঘটনাস্থলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আন্দরকিল্লা এলাকায় একটি মিলাদ মাহফিলের জন্য মহিষটি কেনা হয়। ঘটনাস্থলে থাকা নগরীর নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার অংকু রায় যুগান্তরকে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পাগলা মহিষটি আয়ত্তে আনার চেষ্টা করা হয়। তবে মহিষটির রক্তচক্ষু ও ক্ষিপ্ত আচরণ ছিল ভয়ঙ্কর। চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ বলেন, মহিষটির সামনে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এ অবস্থায় ‘ট্রাঙ্কুলাইজার গান’র মাধ্যমে শুট করে মহিষটিকে নিস্তেজ করতে হবে।’ কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে শুটার গান (ট্রাঙ্কুলাইজার গান) আনা হচ্ছে। চেতনানাশক ওষুধ দিয়ে শুট করে মহিষটিকে নিস্তেজ করা হবে।