Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মন্ত্রী চান নারায়ণগঞ্জবাসী

Icon

রাজু আহমেদ, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মন্ত্রী চান নারায়ণগঞ্জবাসী

স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে ৪ বার সরকার গঠন হলেও মন্ত্রিত্ব মেলেনি নারায়ণগঞ্জের ভাগ্যে।

তাই পঞ্চম বারের মতো সরকার গঠন করতে যাওয়া দলটির কাছে বিজয়ী এমপিদের মন্ত্রিসভায় ঠাঁই দেয়ার জোড়াল দাবি জানিয়েছেন আন্দোলনের সূতিকাগার খ্যাত নারায়ণগঞ্জের সব শ্রেণী-পেশার মানুষ।

বিএনপি শাসনামলে জেলার কয়েকজনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী করা হলেও বারবার অবহেলার শিকার হয়েছেন আওয়ামী লীগের এমপিরা। ঔপনিবেশিক আমল থেকে জাতীয় রাজনীতিতে অবদান রাখা এবং দেশের রফতানি খাতের ৩৯.২ শতাংশ দখলে রাখা এই জেলার বাসিন্দারা মুখিয়ে আছেন অন্তত এবারের মন্ত্রিসভায় ঠাঁই হবে।

এদিকে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত জেলার তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা দাবি তুলেছেন প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমানের পক্ষে। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানকে মন্ত্রিসভায় দেখতে চেয়ে রীতিমতো ঝড় তুলছেন তারা।

রাজধানীর সর্বনিকটে অবস্থিত নারায়ণগঞ্জকে এক সময় বলা হতো ‘পলিটিক্যাল হান্টিং গ্রাউন্ড অব বেঙ্গল’। কালের সাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে আছে শতবর্ষী ‘বায়তুল আমান’ ভবন, যেখানে প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের। এমনকি বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও বারবার উঠে এসেছে বায়তুল আমানের নাম। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষোট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ সব খানেই ছিল এখানকার মানুষের জোড়াল অংশগ্রহণ।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল যুগান্তরকে জানান, দেশের জাতীয় ভিত্তিক ৭টি ব্যবসায়ী সংগঠনের প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জে। মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জকে বিশেষ গুরুত্ব দেন বলেই এখানে ৬টি ইপিজেএড নির্মাণের কাজ চলছে, গড়ে উঠেছে সরকারি-বেসরকারি একাধিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে রয়েছে প্রায় ১২ হাজার শিল্পপ্রতিষ্ঠান।

দেশের জাতীয় রাজস্ব খাতে নারায়ণগঞ্জের অংশগ্রহণ বিশেষ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর কাছে জেলার সব ব্যবসায়ীদের প্রাণের দাবি এবারের মন্ত্রিসভায় নারায়ণগঞ্জের যোগ্য ও গণমানুষের আস্থা রয়েছে এমন কাউকে সুযোগ করে দেবেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি জানান, বিএনপি যতবার ক্ষমতায় গেছে নারায়ণগঞ্জ থেকে কেউ না কেউ মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছে কিন্তু আওয়ামী লীগ শাসনামলে হয়নি এটা নারায়ণগঞ্জবাসীর জন্য দুঃখজনক। আমরা চাই যার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সুরক্ষিত ও সুসংগঠিত তাকেই মন্ত্রিসভায় এবার স্থান দেয়া হোক।

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল জানান, জেলাবাসীর কাছে উন্নয়নের স্মারক হিসেবে পরিচিত একেএম শামীম ওসমানকে মন্ত্রিসভায় দেখতে চায় আইনজীবীরা।

নিউজ পেপারস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দীপু জানান, বর্তমান সরকার নারায়ণগঞ্জে যে ধারাবাহিক উন্নয়ন করেছে তার প্রতিদান সাধারণ মানুষ দিয়েছে।

নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় মন্ত্রী নেই এটা দুঃখের কারণ আমাদের জন্য। সাধারণ মানুষের আশা এবার মন্ত্রিসভায় ঠাঁই হবে নারায়ণগঞ্জের। বাংলাদেশ বিসিএস শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর জীবন কান্তি জানান, নারায়ণগঞ্জ থেকে মন্ত্রিসভায় ঠাঁই হওয়ার সাধারণ মানুষের যে বাসনা সেটি এক অর্থে আমাদের অধিকার। আশা রাখি প্রধানমন্ত্রী এবার যে বাসনার প্রতি সুবিচার করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম