Logo
Logo
×

শিল্প বাণিজ্য

রাজধানীতে টাটা প্রাইভেট কারের নতুন শোরুম

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৮, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর কারওয়ান বাজারে রোববার টাটা প্রাইভেট কারের নতুন শোরুম উদ্বোধন করেছে টাটা মটরস। শোরুমে ঢাকায় চলাচলের জন্য অত্যন্ত উপযোগী ২০১৮ মডেলের টাটা টিয়াগো এবং কমপ্যাক্ট এসইউভি-টাটা নেক্সন গাড়ি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপন্থিত ছিলেন, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, টাটা মটরসের হেড ইন্টারন্যাশনাল বিজনেস সুজন রয়, হেড-এশিয়া ইন্টারন্যাশনাল বিজনেস সন্দ্বীপ চ্যাটার্জি, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমাদ প্রমুখ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম