Logo
Logo
×

খেলা

গ্রামীণ খেলাধুলা নিয়ে কাজ করবে কান্ট্রিগেমস অ্যাসোসিয়েশন

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌ-চি, সাতচারা, ডাংগুলি, নৌকাবাইচ, কানামাছি ভোঁ ভোঁ- এসবই গ্রামীণ দলগত খেলাধুলা, যা প্রায় বিলুপ্তির পথে। মোরগলড়াই, লাটিম, দড়িলাফানো, কুতকুত, লাঠিখেলা, ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, পাঁচগুটি, পাঞ্জালড়াই একক খেলা। এসব খেলাকে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ কান্ট্রিগেমস অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন পেয়ে রোববার বিওএ’তে এক সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি শাইখ সিরাজ। এ সময় সহ-সভাপতি নুরুল হাসান ফরিদি ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামানকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

টিভিব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘প্রধানত ১০টি গ্রামীণ খেলা নিয়ে কাজ করছি আমরা। লোকজ এসব খেলাকে সন্নিবেশিত করে আইনকানুনের মাধ্যমে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে তা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে চাই।’ তিনি যোগ করেন, ‘প্রথমে আমাদের কাজ হবে বিলুপ্ত ও বিপন্ন দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলাকে দেশব্যাপী নিয়মিত অনুশীলনের মধ্যে আনা এবং দেশীয় খেলার ইতিহাস সংগ্রহ, শারীরিক, সামাজিক ও পারিপার্শ্বিক উপযোগিতা নির্ণয় করে দেশব্যাপী অনুশীলন চালু রাখা। ফি বছর আমরা পহেলা বৈশাখসহ দেশীয় পার্বণে দেশীয় খেলাধুলার আয়োজন করব।’ ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা বিষয়ে শাইখ সিরাজের কথা, ‘আমরা প্রতি বছর একজন করে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে বিশেষ সম্মাননা দেব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম