Logo
Logo
×

খেলা

রোনাল্ডোকে নিয়ে জুভেন্টাসের সিদ্ধান্তে আশ্চর্য বায়ার্ন!

Icon

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৮, ০৩:০৯ পিএম

রোনাল্ডোকে নিয়ে জুভেন্টাসের সিদ্ধান্তে আশ্চর্য বায়ার্ন!

রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন ইউরোতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ডেরায় ভিড়িয়েছে জুভেন্টাস। একে বেশ আকাশছোঁয়া দাম মনে হচ্ছে বায়ার্ন মিউনিখের। জুভদের এ সিদ্ধান্তে আশ্চর্য বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে। বললেন, তারা কখনও সিআর সেভেনের পেছনে এত অর্থ ঢালতেন না।

রোনাল্ডোর বর্তমান বয়স ৩৩ বছর। এ বয়সে সাধারণত ফুটবলাররা বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন। কিছু দিনের মধ্যেই তাকেও এ পথে হাঁটতে হতে পারে।

রুমেনিগে বলেন, ৩৩ বছর বয়সী ফুটবলারের পেছনে আমরা কখনও এত বিনিয়োগ করতাম না। ইতালি চ্যাম্পিয়নদের সিদ্ধান্তে আমরা আশ্চর্য হয়েছি। কারণ  চলতি মৌসুমে তার কাছ থেকে তুরিনের বুড়িরা সেরাটা পাবে বলে মনে হয় না।

তবে পর্তুগিজ যুবরাজের প্রশংসাও ছুটেছে তার কণ্ঠে, রোনাল্ডো এমন এক ধরনের খেলোয়াড়, যে কোনো মুহূর্তেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সাবেক ক্লাব রিয়ালের হয়ে সম্ভাব্য সব কিছু জিতেছে সে। পাঁচবার পেয়েছে বিশ্বসেরার স্বীকৃতি। নিঃসন্দেহে সর্বকালের সেরা ফুটবলার পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী তারকা।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম