Logo
Logo
×

খবর

১০ পদাতিক ডিভিশনের ৪টি ইউনিটের পতাকা উত্তোলন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি।

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনে নবপ্রতিষ্ঠিত ৪টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান মঙ্গলবার রামু সেনানিবাসে হয়। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মো. নাজিম উদ্দীন প্রধান অতিথি ছিলেন। ১০ পদাতিক ডিভিশনের অধীন ৬৩ ইস্ট বেঙ্গল, ৩৯ এসটি ব্যাটালিয়ন, ৫৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ১৫৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি, ইএমই’র পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। আইএসপিআর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সিজিএস অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান তাকে অভ্যর্থনা জানান। অতপর প্যারেড কমান্ডার মেজর ইশতিয়াক জামিলের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সিজিএসকে সালাম জানায়। সেনাসদস্যের উদ্দেশ্যে দেয়া ভাষণে সিজিএস যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে ওঠার নির্দেশ দেন। পেশাদারিত্বের ইপ্সিত মান অর্জনের মাধ্যমে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় ১০ পদাতিক ডিভিশনের অসামান্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, বাংলাদেশের পর্যটননগরী কক্সবাজারের রামুতে তিন বছর আগে ১০ পদাতিক ডিভিশন গঠিত হয়। নবপ্রতিষ্ঠিত রামু সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠায় আরেক ধাপ এগিয়ে গেল নতুন এ ৪টি ইউনিটের পতাকা উত্তোলনের মাধ্যমে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম