আগৈলঝাড়ায় দুই মামলায় বিএনপির ৮৭ জন আসামি

আগৈলঝাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি মো. সাইদুল সরদার ও সহ-সভাপতি আবদুল্লাহ লিটন বাদী হয়ে মামলা দুটি করেন। ১ নভেম্বর সাইদুল সরদারের করা মামলায় অভিযোগ করা হয়েছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-আগৈলঝাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে আসামিরা জনগণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া তারা সেখানে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ মামলায় বিএনপির ৫৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অন্যদিকে ২৩ অক্টোবর বিএনপির ৩২ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা করেন আবদুল্লাহ লিটন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, আসামিরা গৈলা ইউনিয়নের সজুনকাঠি মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নাশকতার পরিকল্পনায় বৈঠক করছিল। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আফজাল হোসেন।