
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম
নালিতাবাড়ীতে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউপি চেয়ারম্যান ইউনূস আলী দেওয়ান। টিআইবি অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় ও নয়াবিল ইউনিয়ন পরিষদের আয়োজনে সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় সনাক সহসভাপতি সাদরুল আহসান মাসুম, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন, নয়াবিল ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।